হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-ঢাকা রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ চলে। এতে মোট ২০০ ভোটারের মধ্যে ১৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিতরা হলেন, সভাপতি মো দিয়ারিছ মিয়া, সহ সভাপতি মো আব্দুল বারিক ও মো টেনু মিয়া, সাধারণ সম্পাদক রতন বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক-বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো মাসুম মিয়া।
ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো সজিব আলী। তাকে সহযোগিতা করেন, আব্দুল আজিজ ও মো শাহাব উদ্দিন।
ভোটগ্রহণকালে কেন্দ্র পরিদর্শন করেন, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, সহ সভাপতি আব্দুল ওয়াহাব বাবুল, লিটন মিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম আনু, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আওলাদ মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহির সিকদার, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, দিগন্ত পরিবহনের মালিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিয়া মো ইলিয়াছ, অগ্রদূত পরিবহনের মালিক ফজলুর রহমান লেবু, মডার্ন পরিবহনের মালিক আব্দুর রাজ্জাক, জামাল মিয়া ও মোটর মালিক গ্রুপের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ।
Leave a Reply