হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ে কেউ দুর্নীতি করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান সংশ্লিষ্ট সকলকে হুশিয়ার করে দিয়েছেন।
তিনি আরো বলেছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া ও অমিতাভ পরাগ তালুকদার, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক ও শাবান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী ও সাবেক সভাপতি আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত।
সাংবাদিক নেতৃবৃন্দ অবৈধ স্থাপনা ও যানজট সহ জেলার বিভিন্ন সমস্যা নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরলে তিনি এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
Leave a Reply