হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে যমুনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর ও সাধারণ সম্পাদক হিসেবে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ছানু মিয়া নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।
নির্বাচন কমিশনার আলমগীর খানের সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কমিশনার প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী পরিচালনায় এতে বক্তৃতা করেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বিদায়ী সভাপতি আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী সৈকত, সাধারণ সম্পাদক নূর উদ্দিন, সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির ও সহ সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
Leave a Reply