হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০১৭-১৮ সালে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে আবু সালেহ মো নূরুজ্জামান চৌধুরী শওকত (ইনডিপেনডেন্ট টেলিভিশন) সভাপতি ও মোহাম্মদ নূর উদ্দিনকে (জিটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকেলে গঠিত ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন, সহ সভাপতি এম এ মজিদ (দিগন্ত টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক ছানু মিয়া (মোহনা টিভি), কোষাধ্যক্ষ আব্দুর রউফ সেলিম (এসএ টিভি) এবং সদস্য হারুনুর রশীদ চৌধুরী (এনটিভি), চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই), শাহ ফখরুজ্জামান (দীপ্ত টিভি) ও রাসেল চৌধুরী (বৈশাখী টিভি)।
এছাড়া বিগত কমিটির সভাপতি সায়েদুজ্জামান জাহির (আরটিভি) ও সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী (একাত্তর টিভি) পদাধিকার বলে সদস্য নির্বাচিত হয়েছেন।
এর আগে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি সায়েদুজ্জামান জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর পরিচালনায় এতে অতিথি ছিলেন দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান ও দৈনিক হবিগঞ্জ প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া। আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, শাহ ফখরুজ্জামান, প্রদীপ দাস সাগর, আব্দুল হালীম, এসএম সুরুজ আলী, ইলিয়াস আলী মাসুক প্রমুখ।
সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার এম এ মজিদ প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
Leave a Reply