হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতবৃন্দ।
সম্মেলনে জেলার ৯টি উপজেলার নারীরা অংশ নেন।
Leave a Reply