হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা মুশফিক হুসেন চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার দুপুরে তিনি মিছিল সহকারে জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোতাচ্ছিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাদ মিয়া, শামীম আহমেদ, ফরিদ আহমেদ ও হাফেজ শামরুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ।
এর আগে ডা মুশফিক হুসেন চৌধুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগ প্রার্থী ডা মুশফিক হুসেন চৌধুরী সাংবাদিকদের জানান, তিনি জেলায় ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আবার মনোনয়ন দিয়েছেন।
Leave a Reply