হবিগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল্লা সর্দার, ফরিদ আহমেদ ও ছালেহা বেগম চৌধুরী। পরিচালনা করেন, জেলা পরিষদের হিসেব রক্ষক রঞ্জন কুমার দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল: কিন্তু গভীর ষড়যন্ত্র করে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবিগঞ্জে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় কাজ করতে হবে। মা-বাবা ও অভিভাবকদের নির্দেশনা মানতে হবে এবং তাদের খেদমত করতে হবে।
Leave a Reply