হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে দক্ষিণ শ্যামলীতে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় এতে বক্তৃতা করেন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, মীর জিয়াউল হক জিয়া, অধ্যাপক আবিদুর রহমান, তাজউদ্দিন আহমেদ বাবুল, আব্দুস সালাম মেম্বার, জেলা যুব সংহতির সভাপতি প্রভাষক এস এম লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জালাল, সহ সভাপতি তাজ উদ্দিন, জেলা ছাত্র সমাজের সভাপতি জুবায়েদ হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিজবাহ উদ্দিন, মহিলা পার্টির সভাপতি রাবেয়া খাতুন ও সাধারণ সম্পাদক রত্না বেগম।
সভাপতির বক্তব্যে আতিকুর রহমান আতিক ২০ অক্টোবর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply