জাতীয় কৃষক পার্টি হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাউন হলে এর আয়োজন করা হয়।
জেলা কৃষক পার্টির আহ্বায়ক মিজবাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় সদস্য ও জেলা সদস্য সচিব শংকর পাল, কেন্দ্রীয় কৃষক পার্টির সহ সভাপতি এম এ মুনিম চৌধুরী বুলবুল ও সাধারণ সম্পাদক নছির উদ্দিন মামুন ।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে জাতীয় কৃষক পার্টি সহ জাতীয় পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply