হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের একাংশ।
বুধবার দুপুরে স্টাফ কোয়ার্টার প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবাহক সৈয়দ আজহারুল হক বাকু, শাহ সালাহ উদ্দিন টিটু ও কুতুব উদ্দিন শামীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আরডি হল এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নবগঠিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানান।
বক্তারা বলেন, এই কমিটির সভাপতি ইমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর গ্রামের বাড়ি আব্দুল্লাহ মুকিবের এলাকা আজমিরীগঞ্জের শিবপাশায়। এ সূত্র ধরেই মূলত সোদি আরব বিএনপির সভাপতি আব্দুল্লাহ মুকিব কেন্দ্রকে ভুল বুঝিয়ে তার নিজ গ্রামের ছেলেদের দিয়ে পকেট কমিটি গঠনে ভূমিকা রেখেছেন।
Leave a Reply