হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে ভিডিও কনফারেন্সে কর্মসূচির উদ্বোধন করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবু জাহির।
জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও কৃষক লীগের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে মাস্ক ও গ্ল্যাভস বিতরণ করা হয়।
Leave a Reply