হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ। পরে জেলা কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় জেলার ৯টি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, ইউনিয়ন দলপতি ও আনসার কমান্ডার সহ ৫ শতাধিক আনসার সদস্য অংশ নেন।
পরে নিজ কার্যালয়ের সামনে উপস্থিত আনসার সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করেন জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ।
তিনি আনসার সদস্যদের মাঝে গাছের চারাও বিতরণ করেন।
Leave a Reply