NEWSHEAD

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

Published: 18. Nov. 2019 | Monday

হবিগঞ্জ প্রতিনিধি : আগামী সম্মেলনের প্রস্তুতি হিসেবে হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। দলের জেলা সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সাংসদ গাজী শাহনওয়াজ এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী।
নেতৃবৃন্দ আগামী ৬ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন এবং ২০ ও ২১ ডিসেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বর্ধিত সভায় আওয়ামী লীগের জেলা, ১০টি সাংগঠনিক উপজেলা ও ৭৮টি ইউনয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

Share Button
January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

দেশবাংলা