হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের টাউন হলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সাংসদ দেওয়ান মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ডা মুশফিক হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অন্যতম নেতা আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট রোকন উদ্দিন তালুকদার ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুসহ বিভিন্ন শাখা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এর আগে নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
Leave a Reply