হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা বার লাইব্রেরি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮টি পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিাতা করেছেন।
এর মধ্যে রয়েছেন, সভাপতি পদে ৫ জন, সহ সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে ২ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, জ্যেষ্ঠ সদস্য পদে ৬ জন ও কনিষ্ঠ সদস্য পদে ৬ জন। ভোটার ৫৯০ জন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নূরুল আমিন। এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে জেলা আইনজীবী সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply