হবিগঞ্জ প্রতিনিধি : আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা কন্যা সুরভী, জয়া ভৌমিক, এলপি সাঁওতাল আর বৃষ্টি উড়াংরা। শিরোপা লাভ করলো জেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনূর্ধ-সতেরোর।
অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালকা অনূর্ধ সতেরার শিরোপা অর্জন করেছে নবীগঞ্জ উপজেলা দল।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে চুনারুঘাট উপজেলা দল ২-০ গোলে বানিয়াচং উপজেলা দলকে পরাজিত করে।
আর বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে নবীগঞ্জ উপজেলা দল টাইব্রেকারে ৪-৩ গোলে হবিগঞ্জ সদর উপজেলা দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়।
পরে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত টুর্নামেন্টের জেলা পর্যায়ে ৯ উপজেলা ও হবিগঞ্জ পৌরসভা দল অংশগ্রহণ করে।
Leave a Reply