হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় চা বাগানগুলোর চা শ্রমিকদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মাধবপুর উপজেলার ৫টি চা বাগান এখনও অচল হয়ে আছে।
দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে টানা প্রায় ১৫ দিন ধরে কর্মবিরতি পালন করছেন তারা। মঙ্গলবারও দুপুর থেকে বিভিন্ন চা বাগানে তাদের কর্মসূচি অব্যাহত ছিল। দফায় দফায় চেষ্টা চালিয়েও তাদেরকে কাজে ফেরানো যাচ্ছেনা।
কামাইছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি বিমল ভর জানান, শ্রমিকরা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছেন কি না সে ব্যাপারে চা শ্রমিকরা নিশ্চিত নন। তাদের ধারণা, প্রধানমন্ত্রীর কথা বলে কেউ তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে নিতে চাইছে। তাই মজুরি বৃদ্ধির দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর ১৩ আগস্ট থেকে শুরু করেন পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ। সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধও করেন।
চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়। দৈনিক মজুরি নির্ধারণ করা হয় ১৪৫ টাকা; কিন্তু সাধারণ চা শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখেন। পরে আবার ১২০ টাকা মজুরি ধার্য্য করে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নতুন মজুরি ধার্যের আশ্বাসে চা শ্রমিক নেতারা আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও চা শ্রমিকদের একটি অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের চা শ্রমিকরা এখনও কর্মবিরতি পালন করে যাচ্ছেন। মঙ্গলবারও বিভিন্ন চা বাগানে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।
নোয়াপাড়া চা বাগানের চা শ্রমিক নেতা বিচিত্র র্যালি জানান, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
Leave a Reply