হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের পেশাজীবী ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডা মুশফিক হুসেন চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য শহীদ চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
Leave a Reply