হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈয়ে অবস্থিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণের সময় হবিগঞ্জে কর্মরত ও হবিগঞ্জ শহরস্থ কৃষিবিদ্গণ উপস্থিত ছিলেন। এসময় তারা কালো ব্যাজ ধারণ করেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি থেকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।-সংবাদদাতা
Leave a Reply