হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার, ৫ জুন (২২ জ্যৈষ্ঠ) দুপুর ১২টায় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এরপর অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত। জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ ফাগুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক সহযোগী অধ্যাপক ড অরুণ চন্দ্র বর্মণ, সহকারী প্রক্টর ড মো আবুবকর সিদ্দীক, সহকারী প্রভোস্ট ডা জাকিয়া সুলতানা কলি, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাকির আহম্মেদ ও সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মো নাহিদ হাসান।
উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহবান জানান।
তিনি বৃক্ষরোপণের গুরুত্ব, প্লাস্টিকের ব্যবহার সীমিতকরণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
এরপর উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।
বিকালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেন উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাকির আহম্মেদের তত্ত্বাবধানে পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধার সংশ্লিষ্ট এসব প্রতল্প শিক্ষার্থীবৃন্দ প্রদর্শন তৈরি করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply