হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান বলেছেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বানিয়াচং উপজেলার নাগুড়া ফার্মে অর্থাৎ হবিগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটে স্থাপন করা হলে সরকারের অন্তত ৫শ কোটি টাকা সাশ্রয় হবে।
তিনি আরো বলেছেন, নাগুড়য়ে যে অবকাঠামো রয়েছে তাতে এখনই শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব। এছাড়া এ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রায় সাড়ে ৮৬ একর জমি সেখানে ছাড়াও রয়েছে আরও প্রায় সাড়ে ২৪ একর সরকারি জমি। শুধু তাই নয়, যে জমিটুকু অধিগ্রহণ করতে হবে তার বাজার মূল্যও জেলা সদরের যেকোন জমির চেয়ে কম। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা মূলত এ গবেষণা কেন্দ্রটিকে কেন্দ্র করেই করা হয়েছিল।
সোমবার দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংসদ অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান বক্তব্য রাখছিলেন।
অবশ্য তিনি বলেন, আইন অনুযায়ী কৃষি বিশ্ববিদ্যালয় সদর উপজেলায় হওয়ার কথা। এতে কোন সমস্যা নেই। তবে কৃষি গবেষণা ইনস্টিটিউটে হলে অবকাঠামো এবং ভূমি অধিগ্রহণ বাবদ বিপুল অর্থ সাশ্রয় হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা তজমুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার।
Leave a Reply