নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কারাগারে আব্দুল হাকিম (৫০) নামের মধ্যবয়সী এক আসামির মৃত্যু হয়েছে। তিনি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
জেলার শওকত হোসেন জানান, একটি মারামারির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন আব্দুল হাকিম। মঙ্গলবার রাত পৌণে ১টার দিকে হঠাৎ তিনি বমি করতে থাকেন। তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডা রাজীব চৌধুরী জানান, ময়না তদন্তের পর বলা যাবে, কিভাবে আব্দুল হাকিমের মৃত্যু হয়েছে।
Leave a Reply