হবিগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালুর দাবিতে হবিগঞ্জ পৌরসভায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দাবির সাথে হবিগঞ্জ পৌর পরিষদের সদস্যবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ফয়েজ আহমেদ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘরে ফিরে যাবে না।
তিনি আগামী ১৪ জুলাই ঢাকায় আহুত মহাসমাবেশ সফল করতে সকলের প্রতি আহবান জানান।
হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস পৌর কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এ আন্দোলনের সফলতা কামনা করেন।
মাধবপুর প্রতিনিধি : রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে মাধবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
সোমবার সকাল ৯টা থেকে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচি পালন করেন। মঙ্গলবারও বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।
কর্মসূচি চলাকালীন সময়ে কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা চত্বরে অবস্থান নিয়ে এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন।
এ সময় বক্তব্য রাখেন, পৌর সচিব আমিনুল ইসলাম, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি বিনয় রঞ্জন রায়, সাধারণ সম্পাদক সনজিত কুমার বিশ্বাস ও ইজাজুর রহমান।
Leave a Reply