হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
এর মধ্যে সদর উপজেলায় একজন ও মাধবপুর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
রবিবার রাতে ও সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের দিদার আলীর ছেলে শাবাজ মিয়া (৩৮) ও মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের আনু মিয়ার ছেলে আলম মিয়া (৩৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মো মনির হোসেন জানান, সোমবার সকালে মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইনের পাশে গাড়িচাপায় আলম মিয়া মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো মাসুক আলী জানান, রবিবার রাতে ঢাকা থেকে শ্রীমঙ্গলমুখী একটি বাস হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চালক শাবাজ মিয়া আহত হন। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
Leave a Reply