হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জমি নিয়ে পৃথক দুই সংঘর্ষে ২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, শতরতলির তীতখাই গ্রামে পতিত জমি নিয়ে দীর্ঘদিন ধরে কাশেম আলী পক্ষ ও আব্দুল বারিক সর্দার পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ অবস্থায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিরোধপূর্ণ জমিতে পুকুরে কাশেম আলী পক্ষ মাছের পোনা ছাড়ার আব্দুল বারিক সর্দার পক্ষ দিলে সংঘর্ষ বাধে। এতে ২১ জন আহত হয়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত মধ্যবয়সী কালাই মিয়াকে (৫৫) চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে মাধবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মর্তুজ আলী নামের এক বৃদ্ধ নিহত ও নারীসহ ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে উপজেলার হারিয়া গ্রামে জমির দখল নিয়ে মকবুল ও সামছুল হকের মধ্যে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মর্তুজ আলীকে মৃত ঘোষণা করেন। ফজলুর রহমান নামে আরেক বৃদ্ধের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
Leave a Reply