হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানের সভাপতিত্বে ও রুবেল আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল হক শরীফ, সহ সভাপতি আব্দুল কাইয়ুম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম।
সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন ঠাকুরের নেতৃত্বে বড়বাজার শহিদমিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে সাবরেজিস্টারি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা শরীফ উদ্দিন ঠাকুর। তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
Leave a Reply