বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ শুরু হয়েছে।
সোমবার, ২৩ সেপ্টেম্বর (৮ আশ্বিন) দুপুরে বানিয়াচং উপজেলার নাগুরায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে এই চারা বিতরণ কার্যক্রম শুরু হয়। বিতরণ করেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড হীরেন্দ্র নাথ বর্মন ও এসেড হবিগঞ্জের প্রধান জাফর ইকবাল চৌধুরী।
উল্লেখ্য, আগস্ট মাসে জেলায় পরপর দুবারের বন্যায় কৃষকদের ধানের চারা সর্ম্পূণ নষ্ট হয়ে যায়। কৃষকদের অসহায় অবস্থার কথা চিন্তা করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউ নিজস্ব জায়গায় ধানের চারা উৎপাদন করে। এই চারাই পনেরো দিন পর্যন্ত হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
এসময় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান ও প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড হীরেন্দ্র নাথ বর্মন, কোনো জমি পতিত না রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply