বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে শিক্ষা বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জ এসেডের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড মো ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অমিত চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাংবাদিক আব্দুল হালীম, শিক্ষক আবুল কালাম আজাদ, আবু তাহের ও মোহাম্মদ শাহজাহান মিয়া। মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন, গণসাক্ষরতা অভিযানের প্রজেক্ট ম্যানেজার মো আব্দুর রউফ। সভাপতিত্ব করেন, এসেড সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী।
মতবিনিময় সভায় শিক্ষাখাতে আগামীতে বাজেট বৃদ্ধির জন্য অর্ন্তবরতী সরকারের নিকট দাবি জানানো হয়।
এছাড়া শিক্ষকদের উন্নতমানের প্রশিক্ষণ প্রদানের জন্য সুপারিশ করা হয়েছে।