হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, জেলার বন্যাদুর্গতদেরকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন এনজিও এবং প্রবাসী সকলেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে যাচ্ছেন।
এ জন্যে তিনি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
বুধবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার দুর্যোগকালীন ৫০ লাখ টাকার ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
জেলা প্রশাসক উপকারভোগীদের ঋণ নিয়ে কাজে লাগানোর আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। ফিল্ড কো অর্ডিনেটর আরেফ আলী মণ্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, এনডিসি শাহ জহুরুল হোসেন ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ। আরও বক্তব্য রাখেন, ঋণদাতা সংস্থার সহসমন্বয়কারী ওমর ফারুক, সিনিয়র ফিল্ড মনিটর শামীম আহমেদ মহসিন ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী। এছাড়া উপস্থিত ছিলেন, সংস্থার এরিয়া ম্যানেজার হুসাইন আহমেদ, শাখা ব্যবস্থাপক আবুল কাশেম খান ও সুজন রায়।
Leave a Reply