হবিগঞ্জ প্রতিনিধি : আগামী ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ অ্যাডভোকেট আবু জাহির, সাধারণ সম্পাদক সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এবং সম্মেলন প্রস্তুতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে সাংসদ আবু জাহির বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন হয় কাউন্সিলের মাধ্যমে। এবারও আশাকরি ব্যতিক্রম হবে না।
তিনি জানান, সম্মেলনে সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
Leave a Reply