বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হবিগঞ্জ আদালতে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা দিয়েছেন ।
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পালের আদালতে সশরীরে হাজির হয়ে তিনি ব্যাখ্যা দেন।
তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে তিনি একটি নির্বাচনী জনসভা করেন। প্রথমত বাজারটি জনাকীর্ণ। দ্বিতীয়ত জনসভার কারণে তিন রাস্তার মোড়সহ বাজারের প্রধান তিনটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তৃতীয়ত জনসভার বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।
Leave a Reply