হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি ছিলেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। সংগঠনের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিনের সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন্দ্র চাকমা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিয়াউর রহমান জিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাবান মিয়া, ডা জমির আলী ও কবি তাহমিনা বেগম গিনি।
প্রধান অতিথি বলেন, অনলাইন গণমাধ্যমকে অস্বীকার করার কোন উপায় নেই। এই গণমাধ্যম হলো বর্তমান বিশ্বের বাস্তবতা। এই বাস্তবতাকে এখন আর কেউ অস্বীকার করতে পারবেনা।
Leave a Reply