হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে এ্যাম্বুলেন্স পার্কিং স্ট্যান্ড স্থাপনসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে পরিবহন শ্রমিকরা রবিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতি সমন্বয় পরিষদের যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভা শেষে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো সজিব আলী সাংবাদিকদের জানান, হাসপাতাল প্রাঙ্গণে এ্যাম্বুলেন্স পার্কিং ব্যবস্থা, পুলিশি নির্যাতন বন্ধ, সদর আধুনিক হাসপাতাল থেকে দালাল উচ্ছেদ, সদর হাসপাতাল পরিচালনা কমিটি ও জেলা আইন শৃঙ্খলা কমিটিতে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি অন্তর্ভুক্ত করাসহ ৯ দাবি না মানলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শাহ হাবিবুর রহমান জিতু। আরও বক্তব্য রাখেন যুগ্মসাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহসাধারণ সম্পাদক মো শহিদ মিয়া, সাবেক সহসাধারণ সম্পাদক দিয়ারিছ মিয়া, শ্রমকল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, নূরুল আমিন লালন, এ্যাম্বুলেন্স স্ট্যান্ড কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ তরফদার, সাধারণ সম্পাদক রুমন মিয়া ও কোষাধ্যক্ষ কাউছার মিয়া।
Leave a Reply