হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ভ্রম্যমাণ আদালতের অভিযানে ৮ লাখ টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শহরের চৌধুরীবাজার এলাকার প্রিয় স্টোর থেকে ১২ বস্তা ও সুমন স্টোর থেকে ২ বস্তা কারেন্ট জাল জব্দ এবং প্রিয় স্টোরকে ১০ হাজার ও সুমন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকরা কারেন্ট জালগুলো জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খছরুর উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয়েছে।
Leave a Reply