হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি যন্ত্রপাতি, বীজ, রাসায়নিক সার ও ৭০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৭২০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, ৫টি কম্বাইন্ড হারভেস্টার ও ১০টি রিপার মেশিন বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালিব ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
Leave a Reply