হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৬টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে নোংরা পরিবেশে খাবার তৈরি, নষ্ট তেল ব্যবহার ও লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, র্যাব প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান ও র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি।
অভিযানকালে শহরের বাণিজ্যিক এলাকার হাজী সোনাহর আলী এন্ড সন্সের বেকারিকে ৩ লাখ টাকা, কোর্টস্টেশন এলাকার আমেনা বেকারিকে ৫০ হাজার টাকা, শহরতলির ধুলিয়াখাল এলাকায় বিসিক শিল্পনগরীর আসাদ ফুডকে ২ লাখ টাকা, রোকন ফুডকে ৫০ হাজার টাকা, প্রাইম ফুডকে ১ লাখ ৫০ হাজার ও কাঁশফুল ফুডকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply