হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই পাচারকারীকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ গ্রেফতার করেছে।
র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে সাপের বিষ ছাড়াও বিষ সংরক্ষণের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও এজাবত আলীর ছেলে আলা উদ্দিন। সোমবার দুপুরে তাদেরকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সার্জেন্ট স্বপন মিয়া বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply