হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পাঁচটি দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক সাড়ে ৫ লাখ টাকায় ৫টি ক্ষুদ্র যান মিশুক কিনে দিয়েছে। ঘর বানিয়ে দিয়েছে একটি পরিবারকে, যাতে পরিবারটি নিশ্চিন্তে রাত কাটাতে পারে।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আনুষ্ঠানিকভাবে পবিবারগুলোর হাতে মিশুকের চাবি তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ফজলুর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান, সিভিল সার্জন ডা মো নূরুল হক, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, হবিগঞ্জ বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা সৈয়দ আবরার জাবের ও হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের সভাপতি সৈয়দ এম নোমান ও সাধারণ সম্পাদক মো সামছুল ইসলামের লিখিত বক্তব্য পাঠ করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবু জাহির বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জের সন্তানরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে হবিগঞ্জের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি জানান, হবিগঞ্জ শহরে জায়গা দিলে এই সংগঠনের পক্ষ থেকে একটি শিশুপার্ক করে দেওয়া হবে।
Leave a Reply