নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে উন্নয়ন মেলায় ৮০টির মতো স্টল থাকবে। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, উন্নয়ন মেলায় ৭৭ থেকে ৮০টি স্টল বর্তমান সরকারের ৯ বছরের উন্নয়ন কর্মকাণ্ড উপস্থাপন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জের উন্নয়ন সম্পর্কে অবগত হবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী হবিগঞ্জের মানুষকে অত্যন্ত ভালবাসেন। এজন্য তিনি সারাদেশের ৫টি জেলার মধ্যে হবিগঞ্জকেও গুরুত্ব দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, ফজলুল জাহিদ পাবেল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া।
১১ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply