হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩ ছাত্র শিবির কর্মীকে আটক করেছে।
আটককৃতরা হলো, মাসুম বিল্লাহ, নাজমুল হোসেন ও সারোয়ার হোসেন। এ সময় ছাত্র শিবির কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম, এসআই অরূপ কুমার ও এসআই রবিকুল ইসলাম আহত হন।
অভিযানকালে পুলিশ সেখান থেকে ১টি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৩টি রামদা, চাইনিজ কুড়াল, ৩টি মোটরসাইকেল ও বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার করে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৭ আগস্ট ও ২১ আগস্টকে সামনে রেখে ছাত্র শিবিরের ২০/২৫ জন নেতাকর্মী শহরের অনন্তপুরে জেলা জাময়োতে ইসলামী কার্যালয়ে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়।
Leave a Reply