হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৩৭তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের জেলা পুলিশ প্রশাসন সংবর্ধনা দিয়েছে। এবারই প্রথম এমন আয়োজন করা হলো।
এ বছর হবিগঞ্জ জেলা থেকে মোট ১৬ জন বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হন। মঙ্গলবার দুপুরে তাদেরকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তারা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ তাদের হাতে তুলে ফুল ও উপহার সামগ্রী তুলে দেন।
পুলিশ সুপার সংবর্ধিতদেরকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুরোধ জানান।
Leave a Reply