হবিগঞ্জ প্রতিনিধি : র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকা থেকে ৩টি চোরাই প্রাইভেটকার সহ গাড়িচোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হলো, শায়েস্তাগঞ্জ থানার কদমতলী এলাকার মৃত আব্দুল আজিজ ওরফে লুকাইর ছেলে দেলোয়ার হোসেন দিলু, ধুলিয়াখালের মৃত ছুরত আলীর ছেলে শাহীন মিয়া ও সদর উপজেলার আলাপুর গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে মুজাহিদুল ইসলাম।
র্যাব জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে বিক্রি করছিল।
আটককৃত দেলোয়ার হোসেন দিলুর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জ্যেষ্ঠ এএসপি মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply