হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার, ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে হবিগঞ্জে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের নিমতলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এতে অন্যদের মাঝে বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌড়প্রসাদ রায় ও আব্দুস শহীদ।
এর আগে ২৫ মার্চ কালরাতে ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply