হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন কর্মহীন ১ হাজার দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
শনিবার সকালে তিনি এসব পরিবারের সদস্যদের হাতে ঈদসামগ্রী তুলে দেন। এর আগে শাহ রাজীব আহমেদ রিংগন দুই দফায় ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়া রমজান মাসের শুরুতেই সেহেরি, ইফতারি ও নগদ অর্থ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে তার সঙ্গে ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, পৌর কৃষক দলের আহ্বায়ক আশরাফুল আলম সবজু ও দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনূর।
Leave a Reply