হবিগঞ্জ প্রতিনিধি : অসামাজিক কার্যকলাপের দায়ে হবিগঞ্জ শহরের ৩টি আবাসিক হোটেলের ৬০ হাজার টাকা জরিমানা ও এক যুবকের ১০ দিনের কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে ও অভিযুক্ত যুবককে সাজা দেয়।
অভিযান পরিচালনা করেন, হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও আনিসুর রহমান খান। এ সময় সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক সহ র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান জানান, শহরের সিনেমা হল রোড এলাকায় হোটেল শাপলা ও শিহাব হোটেল এবং শ্মশানঘাট এলাকায় রোজ গার্ডেন হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply