হবিগঞ্জ প্রতিনিধি : মিয়ানমারে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের নূরুল হেরা মসজিদ চত্বর থেকে হেফাজতে ইসলাম ও ইসলামী সংগ্রাম পরিষদ জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মুখলিছুর রহমান ও আব্দুল হক।
Leave a Reply