হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে হিজড়া জনগোষ্ঠির এক সদস্য এইচআইভিতে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়।
প্রায়োটাইজড এইচআইভি প্রিভেশন সার্ভিসেস এমং দি পপুলেশন ইন বাংলাদেশ দি গ্লোবাল ফান্ড প্রোজেক্টের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা মোস্তাফিজুর রহমান। জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও প্রাক্তন ব্যাংকার বদরুউদ্দিন আহমেদ। এছাড়াও সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি ও হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় বক্তারা এইচআইভিতে যাতে কেউ আক্রান্ত না হয় সেজন্য জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply