হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্মিত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট ৬ তলা ভবন উদ্বোধন করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে ৩টায় প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
একই দিন হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রমও চালু হবে।
উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে মঙ্গলবার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ২ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল ভবনটি নির্মিত হয়েছে।
তিনি আরো জানান, হবিগঞ্জ মেডিক্যাল কলেজ চালু হলে পার্শ্ববর্তী মৌলভীবাজার, ব্রাক্ষণবাড়িয়া, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার লোকজনও উপকৃত হবেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সির্ভিল সার্জন ডা সুচিন্ত চৌধুরী, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা রতিন্দ্র চন্দ্র রায়, ডা নাসিম খানম ইভা, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
Leave a Reply