হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে মাইক্রোবাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শুক্রবার বিকেলে ভাটপাড়া গ্রাম থেকে যাত্রী নিয়ে একজন মাইক্রোবাস চালক সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। ভাটপাড়া বাজারে পৌঁছলে রাস্তার পাশে থাকা কাদা পানি ছিটকে এক যুবকের উপরে পড়ে। তখন ক্ষুব্ধ সেই যুবক তার সহপাঠীদের নিয়ে মাইক্রোসবাস চালক সুমন মিয়ার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এ খবর পেয়ে বিক্ষুব্ধ মাইক্রোবাস শ্রমিকরা রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে শহরের প্রধান রাস্তা অবরোধ করে।
সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
Leave a Reply