হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমেছে হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, মাধবপুর ও লাখাই উপজেলায়। তবে ধারণা করা হচ্ছে, ধীরগতিতে পানি কমতে থাকায় স্বাভাবিক অবস্থা ফিরতে বেশি সময় লাগবে।
এদিকে হবিগঞ্জের হাওর এলাকায় ব্যাপক সংখ্যায় হাঁস মারা যাচ্ছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় খাদ্যের অভাবে হাঁসগুলো মারা যাচ্ছে বলে হাঁস পালনকারীরা জানিয়েছেন।
সাপের উপদ্রবও বেড়ে গেছে বন্যার কারণে। রবিবার আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে কয়েকটি সাপ আতঙ্কিত মানুষের হাতে মারা যায়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙ্গে হবিগঞ্জে ৭ উপজেলার ৫১টি ইউনিয়নের ৭ লাখ মানুষ এখনও পানিবন্দি। তবে প্রতিদিনই সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ দেওয়া হচ্ছে।
হবিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৭ ব্যাচ আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলায় ৫ শতাধিক দুগর্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, লে কর্নেল সামিউন্নবি, আব্দুল হালীম ও বশিরুল আলম কাউছার।
Leave a Reply